Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টারঃ

ক্র.নং

সেবার ধরন

নিয়ম,পদ্ধতি এবং বিসত্মারিত বিবরণ

সময়কাল

নির্ধারিত ফিস

(যদি থাকে)

সেবা প্রদানের কক্ষ নং

সেবা প্রদানকারীর পদবী ও ফোন নম্বর

প্রাপ্য সেবা থেকে বঞ্চিত ব্যক্তির পক্ষ থেকে অভিযোগ গ্রহণকারী কর্মকর্তার পদবী ও ফোন নম্বর

 

 

০১

 

 

শিশুদের সাংস্কৃতিক প্রশিক্ষণ

৪ থেকে ১৪ বছর বয়সী শিশুদের সাংস্কৃতিক বিভাগে সংগীত, নৃত্য, তবলা ও চিত্রাংকন প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় । প্রতি বছর জানুয়ারি মাসে জেলা পর্যায়ে শিশুদের ভর্তি করা হয় । অস্বচ্ছল অভিভাবকের আবেদনের ভিত্তিতে তাদের শিশুদের এবং প্রতিবন্ধী শিশুদের স্বল্প ব্যয়ে/ বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয় ।

প্রতি বছর জানুয়ারি মাসে শিশুদের ভর্তি করা হয়। ১-২ বছর মেয়াদী কোর্স ।

 

 

 

এককালীন ৪৭৫/-

 

 

 

প্রশিক্ষণ কক্ষ

 

 

 

লাইব্রেরীয়ান/ডাটা এন্ট্রি অপারেটর

০৪৬১-৬২৪৫৬

  (অনুরোধে)

 

 

 

 জেলা শিশু বিষয়ক কর্মকর্তা

০৪৬১-৬২৪৫৬

 

০২

 

শিশু বিকাশ কেন্দ্র ও প্রাক প্রাথমিক শিক্ষা কর্মসূচী

 Early learning for Child Development Project এর আওতায় শিশু বিকাশ কেন্দ্র ০১টি যাদের বয়স ৩-৪ বছর, প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র ০১টি যাদের বয়স ৪-৫ বছর। প্রতিটি কেন্দ্রে ৩০ জন করে শিশু শিক্ষার সুযোগ পাচ্ছে।  ১ বছর মেয়াদী কোর্স

প্রতি বছর জানুয়ারি মাসে শিশুদের ভর্তি করা হয়।

 

  

 

   ফ্রি

 

প্রশিক্ষণ কক্ষ

 

লাইব্রেরীয়ান/ডাটা এন্ট্রি অপারেটর

০৪৬১-৬২৪৫৬

   (অনুরোধে)

 

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা

০৪৬১-৬২৪৫৬

 

০৩

শিশু মনন,মেধা ও সাংস্কৃতিক বিকাশের জন্য সার্বিক কল্যাণমূখী কার্যক্রম

বাস্তবায়ন

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, শিশুদের মৌসুমী প্রতিযোগিতার আয়োজন । এছাড়া বার্ষিক শিশু উন্নয়ন কর্মসূচির আওতায় শিশুদের মধ্যে প্রতিযোগিতা মূলক মনোভাব গড়ে তোলা, মূল্যবোধ জাগ্রত করা, পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত থাকার ফলে মেধার বিকাশ হয় । ৬ থেকে ১৪ বছর বয়সী শিশু ৫৫টি বিষয়য়ে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় । এতে প্রতিবছর গড়ে প্রায় ৫ লক্ষ শিশু অংশ গ্রহণ করে উপকৃত হচ্ছে ।

 

সারা বছর  ব্যাপী

 

 

    --

 

প্রশিক্ষণ কক্ষ

 

লাইব্রেরীয়ান/ডাটা এন্ট্রি অপারেটর

০৪৬১-৬২৪৫৬

   (অনুরোধে)

 

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা

০৪৬১-৬২৪৫৬

 

 

 

০৪

 

 

 

গ্রন্থাগার

জেলার শিশু ও অভিভাবকদের চাহিদার প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে অনুমোদিত বইয়ের তালিকা থেকে বই সংগ্রহ ও বিক্রয় করা হয় । শিশু  উপযোগী ৫০ কপি ‘‘শিশু পত্রিকা’’ প্রতিমাসে বিক্রির জন্য কেন্দ্রীয় অফিস থেকে প্রেরণ করা হয়ে থাকে। লাইব্রেরীতে শিশুতোষ প্রায় দুই হাজার বই রয়েছে যা শিশুরা লাইব্রেরীতে এসে বই পড়ে তাদের জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করতে পারে ।

 

 

 

সারা বছর  ব্যাপী

 

 

 

   --

 

 

 

লাইব্রেরী কক্ষ

লাইব্রেরীয়ান/ডাটা এন্ট্রি অপারেটর

০৪৬১-৬২৪৫৬

   (অনুরোধে)

 

 

 জেলা শিশু বিষয়ক কর্মকর্তা

০৪৬১-৬২৪৫৬

 

 

০৫

শিশু অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি

জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদে সরকারের যে অঙ্গীকার রয়েছে তার যথাযথ বাসত্মবায়ন । বিশেষ করে শিশু অধিকার সম্পর্কে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্য সভা, সেমিনারের আয়োজন। প্রতিবছর শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস উদযাপন এবং ৭ দিন ব্যাপি কর্মসূচি গ্রহণ করা হয় ।

সেপ্টেম্বর ও অক্টোবর মাসে

 

 

     --

 

 

 

 

প্রশিক্ষণ কক্ষ

লাইব্রেরীয়ান/ডাটা এন্ট্রি অপারেটর

০৪৬১-৬২৪৫৬

  (অনুরোধে)

 

 

 

 জেলা শিশু বিষয়ক কর্মকর্তা

০৪৬১-৬২৪৫৬

 

০৬

জেন্ডার বৈষম্যের ক্ষতিকর বিষয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি

জেন্ডার বৈষম্য কমিয়ে আনার জন্য জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য সভার আয়োজন । মেয়ে শিশুদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে শিক্ষার বিকল্প নেই এ বিষয়ে সচেতনতার জন্য  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মেয়ে শিশুদের উদ্বুদ্ধকরণ ।

সারা বছর  ব্যাপী

 

 

 

    --

 

প্রশিক্ষণ কক্ষ

 

লাইব্রেরীয়ান/ডাটা এন্ট্রি অপারেটর

০৪৬১-৬২৪৫৬

   (অনুরোধে)

 

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা

০৪৬১-৬২৪৫৬

 

০৭

 

 

জেলার শিশু পরিস্থিতি পরীবিক্ষণ ও মূল্যায়ন

জেলা শিশু একাডেমীর নেতৃত্বে জেলার শিশু পরিস্থিতি পরীবিক্ষণ ও মূল্যায়নের জন্য জেলা ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স নামে একটি কমিটি রয়েছে । যাদের কাজ হচ্ছে বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং এর মত কিশোর/কিশোরীদের বিভিন্ন সমস্যা বিষয়ে জনগনকে সচেতন করা, এছাড়া তাদের দ্বারা প্রকাশিত ত্রৈমাসিক নিউজ লেটার ‘‘একমুঠো ইচ্ছে’’ প্রকাশ করা ।

 

সারা বছর  ব্যাপী

 

 

 

 

    --

 

এনসিটিএফ

কক্ষ

 

লাইব্রেরীয়ান/ডাটা এন্ট্রি অপারেটর

০৪৬১-৬২৪৫৬

   (অনুরোধে)

 

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা

০৪৬১-৬২৪৫৬