Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ক) শিশুদের জন্য ২ থেকে ৩ বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়। প্রশিক্ষণের বিষয় হচ্ছে সংগীত,নৃত্য,চিত্রাংকন ও তবলা ।

 

(খ) সকল শ্রেণীর শিশুদের বর্ণিক প্রশিক্ষণ কোর্সসমূহে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে প্রশিক্ষণে ভর্তির সুযোগ রয়েছে । দুঃস্থ্য শিশুদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে ।

 

(গ) গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়। এ সকল অনুষ্ঠানে    শিশুদের অংশ গ্রহণের সুযোগ রয়েছে ।

 

(ঘ) জেলা কার্যালয় রয়েছে শিশুদের উপযোগী গ্রন্থাগার। এ গ্রন্থাগারে রয়েছে পাঁচ হাজার গ্রন্থ। এ গ্রন্থাগারের সুবিধা  সমূহ শিশু ছাড়াও সর্বসাধারণের জন্য উম্মুক্ত।

 

(ঙ) শিশুদের পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে লাইব্রেরী ভিত্তিক শিক্ষামুলক কার্যক্রম ও

    প্রতিযোগিতার মাধ্যমেশিশুদের মেধা বিকাশের সুযোগ রয়েছে।

 

(চ) মাসিক ‘‘শিশু’’ পত্রিকা নিয়মিত প্রকাশিত হয়। শিশুরা এই পত্রিকার গ্রাহক

    হতে পারে।

 

(ছ) শিশুদের জন্য উলে­খযোগ্য প্রকাশনা হচ্ছে শিশু বিশ্ব-কোষ, মনীষীদের

    জীবনী ও বিজ্ঞান গ্রন্থ।

 

(জ) এছাড়া শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষা প্রকল্পের আওতায় ০২ টি কেন্দ্র

     পরিচালনা হয়ে আসছে। ০১টি শিশু বিকাশ কেন্দ্র এবং ০১টি প্রাক-প্রাথমিক  

     শিক্ষা কেন্দ্র। প্রতিটি  কেন্দ্রে ৩০ জন করে  সর্বমোট ৬০ জন দুঃস্থ শিশু    

    শিক্ষা গ্রহণ করছে।